LIFE, DEATH, ROCK & ROLL.

Saturday, December 17, 2016

Jodi Kono Din (যদি কোন দিন) by Aurthohin


Jodi Kono Din ( Aushomapto -1)
by Aurthohin


যদি কোন দিন
হঠাৎ করে পড়ে মনে আমার লেখা গানগুলি যা ছিল তোমায় জন্য যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে
আমার গাওয়া গানগুলি যা ছিল তোমায় নিয়ে নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে কেউ জানবেনা যে ঘুমন্ত শহরে তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে আকশে তারা হয়ে দেব তোমায় আলো যখন চারিদিক অমাবস্যায় কালো যদি মনের দু'চোখ বেয়ে আসে চোখের জল মুছে দেব শুধু স্মৃতি হয়ে মনের কষ্ট সব নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে কোন এক সকালে কোন দূরদেশে তুমি দেখবে আমার পায়ের চিহ্ন ঐ শুভ্র তুষারে আসবো ফিরে তোমার কাছে চোখের ঐ জল মুছে দিতে নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে কেউ জানবে না যে ঘুমন্ত শহরে তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে আসবো ফিরে তোমার কাছে চোখের ঐ জল মুছে দিতে আসবো ফিরে তোমার কাছে চোখের ঐ জল মুছে দিতে আসবো ফিরে তোমার কাছে চোখের ঐ জল মুছে দিতে

0 comments:

Post a Comment