LIFE, DEATH, ROCK & ROLL.

Saturday, January 14, 2017

অসংলগ্নতা(Oshonglognota) by Arbovirus


অসংলগ্নতা(Oshonglognota)

                                          by Arbovirus


দেয়াল ভেঙ্গে এক টুকরো আলো উঁকি মারে অনিচ্ছায়
নেশার মতো লাগে অপরিচিত বোধে
ভারী নিঃশ্বাসে সে আপন

কিছুটা অস্পষ্টতায় 
কিছুটা দ্বিধায় নিজেকে
আমরা সবাই ঘৃণা করি

মুখোমুখি যত অবাধ্য আলোয়
মুখ ঘুড়িয়ে নিই হীন্মন্যতায়

এত আলো এত সত্য আমি নিতে পারিনা
নিজেকে আমি শুধুই হারাই অসংলগ্নতায়

0 comments:

Post a Comment