LIFE, DEATH, ROCK & ROLL.

Friday, January 6, 2017

Tomake by Artcell

তোমাকে আলো ভেবে চোখ চেয়ে থেকেছি আঁধারে নীরব থেকে ডেকেছি আমার একা নির্জনে স্বপ্নগুলো হারিয়ে ফেলে চেয়েছি ফিরে তোমার আলোতে তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘীরে তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে
যেখানে স্বর্গ ভাসে
যেখানে স্বর্গ ভাসে তোমার আমার আকাশ সেখানে অন্য রঙে আঁকা আয়নায় মৃত জলছবি সেই ছবিতে অন্ধ কবি আমি এক হাতড়ে ফিরি আলোর সিড়ি তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘীরে তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে (তোমাকে) (তোমাকে)

0 comments:

Post a Comment