LIFE, DEATH, ROCK & ROLL.

Monday, January 16, 2017

guti 2 by aurthohin

হেই হেই শুনছ ছেলে যাচ্ছ কোথায় তুমি? আকাশে যে মেঘের ঘনঘটা, বাজ পড়বে এখনই। পিছন ফিরে তাকিও না তুমি আর আমি তোমার দুঃস্বপ্নে হাহাকার, পায়ের নীচে মাটি যে নেই তোমার পথ খুঁজছ তুমি এখন পালাবার।
হেই হেই মাথার উপর মুখটা তুলে দেখো
হেই হেই মাথার উপর মুখটা তুলে দেখো আকাশটা যে নেই আর সেথায় কেমন লাগছে বলো। পিছন ফিরে তাকিও না তুমি আর আমি তোমার দুঃস্বপ্নে হাহাকার, পায়ের নীচে মাটি যে নেই তোমার পথ খুঁজছ তুমি এখন পালাবার। ভেবেছিলে সব কিছু হবে সহজ, নীল নকশা অসুস্থ মগজ। মরিচের ঝালটা যে যাচ্ছে না আর, গুটি চেলে লাগে কেমন এবার। ভেবেছিলে সব কিছু হবে সহজ, নীল নকশা অসুস্থ মগজ। মরিচের ঝালটা যে যাচ্ছে না আর, গুটি চেলে লাগে কেমন এবার। ভেবেছিলে সব কিছু হবে সহজ, নীল নকশা অসুস্থ মগজ। মরিচের ঝালটা যে যাচ্ছে না আর, গুটি চেলে লাগে কেমন এবার।

0 comments:

Post a Comment