LIFE, DEATH, ROCK & ROLL.

Saturday, January 14, 2017

তোমাদের সম্মানে (tomader shommane) by Arbovirus


তোমাদের সম্মানে

আজ যারা হারিয়ে গেছে অভিমানে
তাদের সম্মানে এই নীরবতা
জানি বলেছিলাম রাখবো মনে সবসময়
তবুও সব ভুলে যাই যেন এটাই স্বাভাবিক

চেনা হয়নি তোমাকে দেখা হয়নি চোখের ওপারে
হয়তো তাহলে যেতে না হারিয়ে

আজ তারা শুধুই দীর্ঘশ্বাস
আজ তারা হঠাত নোনা মেঘ

0 comments:

Post a Comment