LIFE, DEATH, ROCK & ROLL.

Saturday, January 14, 2017

সূর্য (surjo) by Arbovirus.


সূর্য

এখনি আকাশ ভেঙ্গে নামবে আলো
তাই শেষ রাত স্বপ্নে বিভোর
আধো ঘুমে আর আধো জেগে
আড়ি পাতি আমরা কজনা

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ

এখনও ঘুমিয়ে শহর তাই
নবজাত আলো নীরবে আসে
কান পাতে শূন্য রাজপথ
কোলাহল নেই বলে তার স্বতঃস্ফূর্ততা

এখনও আমাদের ভেতরের মানুষগুলো
জেগে ওঠেনি বলে আমরা আরও কিছুক্ষণ নিষ্পাপ

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ

উঁচু দালানের উঁচু জানালায়
অথবা অবহেলায় আধখানা মানুষ
সবাই সমান রোদের কাছে
কেউ আর এখানে দূরের নয়

আজ না হয় ছুটি নিজের কাছে
আজ রোদে ডুবে যাক সব
আজ নাহয় সব পালটে বোকাদের জয়
আজ নাহয় যাবো ভুলে সব
আজ নাহয় সবার শৈশব
আজ একটা দিন শুধুই আমাদের

আলোর দিকে তাকিয়ে প্রার্থনা
জয় হোক
জয় হোক সত্যের
জয় হোক আলোকিত মানুষের

আমরা আরও কিছুক্ষণ আলোর সন্তান

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ

এখনও ঘুমিয়ে শহর তাই
তার স্বপ্নে আমাদের বিচরণ

0 comments:

Post a Comment