LIFE, DEATH, ROCK & ROLL.

Saturday, January 14, 2017

তোমার গান(Tomar Gaan) by Arbovirus(Lyrics)


তোমার গান(Tomar Gaan)

                              by Arbovirus


এই অট্টালিকার ভিড়ে
কুৎসিত কথার বিচরণে
আমাদের বেশ চলে যায় চলে যায়

ফাঁকি দেয়া এক চিলতে রোদ
যার নেয়না কেউ কখনও খোজ 
তোমার কপালে চুমু আঁকে
আঁকে রোজ 
সে চেনে তোমাকে
তোমার নেই কিছু লুকবার
আর আমি প্রার্থনা করি তোমার জন্যে 

কত ভুল হাতড়ে খুঁজেছি
কতবার পথ হারিয়েছি
আলো ছোঁওয়ার অপেক্ষায়
আলো যখন পেয়েছি তখন ভেবেছি কোথায় অন্ধকার
সে ছিল যেন আপন 
একান্তই আমার

পাঁজরের মাঝে যত্নে 
বেড়ে ওঠা শূন্যতা
তাকে মুক্ত দেয়ার হয়নি সাহস
তাই তোমাকে 
তোমাকে পেয়ে ভেঙ্গে ফেলার ভয়

উড়ে যাও ডানা মেলে...

0 comments:

Post a Comment