LIFE, DEATH, ROCK & ROLL.

Oiket Prantor (অনিকেত প্রান্তর)

নির্জনতায় মৃত্যু কি অনিকেত প্রান্তর ?

Jodi Kono Din (যদি কোন দিন) by Aurthohin

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে

obosh onuvutir deyal - অবশ অনুভুতির দেয়াল

তোমার জন্য গলার ভেতর আতকে থাকে ক্রোধ আমার চোখে স্মৃতির ঘোলা জল,নির্জনতায় তোমার কোলাহল

জেলখানার চিঠি (jail khanar chithi) by Shohortoli

তুমি আমার কোমলপ্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি।

হারিয়ে যাও (hariye jao) by Arbovirus

আমরা ভাবি সব আসবে ফিরে পুরনো অনুভূতি পুরনো মানুষে

Sunday, March 18, 2018

Bohemian (বোহেমিয়ান) by Shironamhin

বোহেমিয়ান
কথা : জিয়া , সুর : শাফিন

হেঁটে হেঁটে ঘুরছি পথে ,

ভাবছি নিজেকে বোহেমিয়ান

জিন্স জুতোর ফাঁদে পরে থেকে,

ঝুলে আছি অর্থহীন শ্লোগান

বাসের হাতল ধরে opera

পুরানো গানের মতো ছন্নছাড়া

বোকা বোকা সরলরেখায়,

হারানো কথার কথায়

মনের ভেতর অবাধ্য পাখি

আপন ভেবেই সামলে রাখি

আমার প্রবল স্বপ্ন জুড়ে অযথা হারিয়ে

বুকের খাঁচায় বিশ্ব নিয়ে

নিয়ন আলোয় হাঁটতে গিয়ে

আমার প্রবল ঝড়ের ভিড়ে গেলাম ফুরিয়ে.

ছুটে চলাদের ভিড়ে

নিয়ন আলোয় হাওয়ায় ভাসিয়ে

স্বপ্নেরা বাড়ি ফেরে

বুকপকেটে আধখাওয়া সিগারেট নিয়ে

আমার এই, স্বপ্ন দেখার আকাশে

মেঘের ডানায় ছড়ানো বর্ণমালা উড়িয়ে।।

মনের ভেতর অবাধ্য পাখি

আপন ভেবেই সামলে রাখি

আমার প্রবল স্বপ্ন জুড়ে অযথা হারিয়ে

বুকের খাঁচায় বিশ্ব নিয়ে

নিয়ন আলোয় হাঁটতে গিয়ে

আমার প্রবল ঝড়ের ভিড়ে গেলাম ফুরিয়ে.

Barud Shomudro (বারুদ সমুদ্র) by Shironamhin

বুকে বারুদ সমুদ্র আগুন জ্বেলে

পুড়ে ছাই চারপাশ

বাতাসে, চুরুট কফি ধোঁয়া নিয়ে

চেনা দীর্ঘশ্বাস .

scrapbook এ ঝড়, তুমুল রাতভর,

অযথা কবিতায়

কবির পড়ে থাকা লাশ

হেই, জেগে থাকা বন্দী বলো

march, march, forward

বেপরোয়া আলোর মিছিলে ..

হেই, জেগে থাকা বন্দী বলো

march, march, forward

অবশেষে আমিও ছদ্মবেশে

মগজে ধোঁকা, অবুঝ বোকার দেশে

শূন্য কবিতায়, রক্তের দাগ হারিয়ে যায়

অযথা ভাবায়, খুন হওয়া করুনায়

এই ভরসায়, ভুল ঠিকানায়

এভাবে হারাবে কবির পড়ে থাকা লাশ?

হেই, জেগে থাকা বন্দী বলো

march, march, forward

বেপরোয়া আলোর মিছিলে ..

হেই, জেগে থাকা বন্দী বলো

march, march, forward

কতশত প্রজাপতি

খুনি চোখে শিকারী

কত কবি, ঝড় তুলে

পুড়ে ছাই পুড়ে ছাই, কি করি?

scrapbook, notebook

প্রিয়তমা তুমিও?

বারুদের গন্ধ বুকে নিয়ে ঘুমিও

জেগে থেকো, জেগে থেকো

রাজপথ বন্দী

অযথাই হৃদয়ে দুরভিসন্ধি

ঝলসে যাওয়া মুখে

নির্বাক বন্দি

ঝড় তোলে হৃদয়ে দুরভিসন্ধি ...