LIFE, DEATH, ROCK & ROLL.

Oiket Prantor (অনিকেত প্রান্তর)

নির্জনতায় মৃত্যু কি অনিকেত প্রান্তর ?

Jodi Kono Din (যদি কোন দিন) by Aurthohin

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে

obosh onuvutir deyal - অবশ অনুভুতির দেয়াল

তোমার জন্য গলার ভেতর আতকে থাকে ক্রোধ আমার চোখে স্মৃতির ঘোলা জল,নির্জনতায় তোমার কোলাহল

জেলখানার চিঠি (jail khanar chithi) by Shohortoli

তুমি আমার কোমলপ্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি।

হারিয়ে যাও (hariye jao) by Arbovirus

আমরা ভাবি সব আসবে ফিরে পুরনো অনুভূতি পুরনো মানুষে

Saturday, December 31, 2016

Master Of Puppets by Metallica(Lyrics)


Master of Puppets
                     by METALLICA
End of passion play, crumbling away
I’m your source of self-destruction
Veins that pump with fear, sucking darkest clear
Leading on your death’s construction
Taste me you will see
More is all you need
You’re dedicated to
How I’m killing you

Come crawling faster
Obey your master
Your life burns faster
Obey your master
Master

Master of puppets I’m pulling your strings
Twisting your mind and smashing your dreams
Blinded by me, you can’t see a thing
Just call my name, ‘cause I’ll hear you scream
Master
Master
Just call my name, ‘cause I’ll hear you scream
Master
Master

Needlework the way, never you betray
Life of death becoming clearer
Pain monopoly, ritual misery
Chop your breakfast on a mirror
Taste me you will see
More is all you need
You’re dedicated to
How I’m killing you

Come crawling faster
Obey your master
Your life burns faster
Obey your master
Master

Master of puppets I’m pulling your strings
Twisting your mind and smashing your dreams
Blinded by me, you can’t see a thing
Just call my name, ‘cause I’ll hear you scream
Master
Master
Just call my name, ‘cause I’ll hear you scream
Master
Master

Master, master
Where’s the dreams that I’ve been after?
Master, master
You promised only lies
Laughter, laughter
All I hear or see is laughter
Laughter, laughter
Laughing at my cries

Fix me

Hell is worth all that, natural habitat
Just a rhyme without a reason
Never-ending maze, drift on numbered days
Now your life is out of season
I will occupy
I will help you die
I will run through you
Now I rule you too

Come crawling faster
Obey your master
Your life burns faster
Obey your master
Master

Master of puppets I’m pulling your strings
Twisting your mind and smashing your dreams
Blinded by me, you can’t see a thing
Just call my name, ‘cause I’ll hear you scream
Master
Master
Just call my name, ‘cause I’ll hear you scream
Master
Master

Friday, December 30, 2016

Duality By Slipknot(Lyrics)

Slipknot

Duality
          by SLIPKNOT


I push my fingers into my eyes...
It's the only thing that slowly stops the ache...
But it's made of all the things I have to take...
Jesus, it never ends, it works its way inside...
If the pain goes on...
Ah!

I have screamed until my veins collapsed
I've waited as my time's elapsed
Now, all I do is live with so much fate
I've wished for this, I've bitched at that
I've left behind this little fact:
You cannot kill what you did not create
I've gotta say what I've gotta say
And then I swear I'll go away
But I can't promise you'll enjoy the noise
I guess I'll save the best for last
My future seems like one big past
You're left with me 'cause you left me no choice

I push my fingers into my eyes
It's the only thing that slowly stops the ache
If the pain goes on,
I'm not gonna make it!

Put me back together
Or separate the skin from bone
Leave me all the Pieces, then you can leave me alone
Tell me the reality is better than the dream
But I found out the hard way,
Nothing is what it seems!

I push my fingers into my eyes
It's the only thing that slowly stops the ache
But it's made of all the things I have to take
Jesus, it never ends, it works its way inside
If the pain goes on,
I'm not gonna make it!

[2x]
All I've got...all I've got is insane.

[4x]
All I've got...all I've got is insane!

I push my fingers into my eyes
It's the only thing that slowly stops the ache
But it's made of all the things I have to take
Jesus, it never ends, it works its way inside
If the pain goes on,
I'm not gonna make it!

[2x]
All I've got...all I've got is insane.

[2x]
All I've got...all I've got is insane!

Tuesday, December 20, 2016

দুঃখ বিলাস (Dukkho bilas) by Artcell

তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসা
দেবে কি কেউ জীবনের ঊষ্ণতার সত্য আশা
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত… নিও সাজিয়ে
আমি বড় অসহায়… অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে

ও আমায় ভালবাসেনি
অসীম এ ভালবাসা ও বোঝেনি
ও আমায় ভালবাসে নি
অতল এ ভালবাসা তলিয়ে দেখে নি

তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা

তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা
ভালবাসবে শুধুই আমায়, করবে প্রতিজ্ঞা ।।

এত দিনেও আজও আমি একা
মনে শুধু যে শূন্যতা
আধারে যত ছড়াই আলো
শুধু আধারে মিলায়
ও যে কোথায় হারাল
ব্যাথা কাকে যে শুধাই

Monday, December 19, 2016

আমজনতা (Amjonota) by Aurthohin



দিন কে বানাও রাত তোমরা, রাত কে বানাও দিন
যতই হাঁসি, যতই কাঁদি, সব ই অর্থহীন নতুন নতুন নিয়ম বানাও, আমরা ভাঙবো বলে নতুন চিন্তা ভাবতে গেলেই ভরবে মোদের সেল এ অতিতের সব হিসাব নিকাশ, ভবিষ্যতের মুলা ধর্মটাকে নেড়ে চেড়ে দিচ্ছ চোখে ধুলা রামগরুদের ছানার ছিল হাঁসতে শুধু মানা আমরা আজ করবো টাকি সেটাও অজানা
মুখে মোদের সেলাই দেখে, হেঁসে ফেলে তারাও
মুখে মোদের সেলাই দেখে, হেঁসে ফেলে তারাও আমরা যে ভাই আমজনতা, একটু ক্ষান্ত দাও মিথ্যে দিয়ে বাঁধাই করা বইটা যে পড়াও আমরা যে ভাই আমজনতা, একটু ক্ষান্ত দাও ফটোশপে মেকআপ করা আমার দেশের ছবি আহা আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি হয়ে যাচ্ছি কেমন যেন, ঘৃণায় ভালোবাসি মানবতা হারিয়ে গেছে, মানুষ মরলে খুশি কেউ বা চাঁটে প্রতিবেশী, কেউ বা বলে "ঘাও" আমরা যে ভাই আমজনতা, একটু ক্ষান্ত দাও জ্বাল, জ্বাল "ফেলানির লাশ মারিয়ে ওপারের ধর্ষিতা নিয়ে আমাদের কতো দুঃখ তাদের জন্য আমাদের অশ্রুর সাগরে নারী অধিকার তত্ত্ব ৭১ এর ৩০ লাখ শহীদের পুনঃমৃত্যু হয় রাজনীতির ই হাতে যখন নির্যাতন চলে "উপজাতি" উপাধি পাওয়া অধিবাসীর সাথে সংবিধানের গেঁড়াকলের মদ্ধাঙ্গুলি, বাঙ্গালিত্তের চাপে পিষ্ট মাইনোরিটি দেশপ্রেমের হিসেব চলে পোষাকে, ভালোবাসার আত্বধূতি হারায় সে... রসাতলে" তোমাদের এই চুলাচুলি ভাল্লাগেনা আর... "এক রাজ, আর গণতন্ত্র" মিশে একাকার তোমাদের এই কথা শুনে নাচতে থাকি মোরা হোক না ব্যাথা পায়ের তলা, হোক না উঠান বাঁকা ৫ না, ১০ বছরের হিসেব করতে দাও আমরা যে ভাই আমজনতা, একটু ক্ষান্ত দাও "টিভি"- র ভিতর সুশীল শিল্পী শেখায় রাজনীতি সে ছাড়া সবাই নাকি আজ 'অবাঙালি' বাঙ্গালিত্তের সনদপত্র কোথা থেকে পাই? নাম লেখাবো তোমার দলে? আমায় নেবে ভাই? দেশটা আজ না খেয়ে ভাই অন্য কিছু খাও আমরা যে ভাই আমজনতা একটু ক্ষান্ত দাও ভাল্লাগেনা কোন কিছুই? মনটা তোমার খারাপ? ভাঙ্গতে থাকো বাড়ি গাড়ি, মুছে যাবে পাপ হলুদ রঙের কালি দিয়ে চলো খবর লিখি 'বিশ্বাস' বা 'অবিশ্বাস'? নাচবো মোরা ঠিকই অদ্ভুত এক হিসেবে সুন্দরবন হারাই আমরা যে ভাই আমজনতা একটু ক্ষান্ত চাই আমাদের বাঘ মামা ওপারে পালায় আমরা যে ভাই আমজনতা একটু ক্ষান্ত চাই দিনের পর রাতটা আসে, রাতের পরে দিন তাল গাছ কি সারাজীবন তোমারই অধীন? ধীরে ধীরে হচ্ছে বড় মাথায় পাগলা ঘোড়া আখলাক ভাই বদলে গেল, বদলাবিনা তোরা? হঠাৎ যেদিন খেপবো মোরা, বলবি তখন হায় "আমজনতা ভাই বোনেরা আমরা এখন যাই?" হঠাৎ যেদিন খেপবো মোরা, বলবি তখন হায় "আমজনতা ভাই বোনেরা একটু ক্ষান্ত চাই"

Sunday, December 18, 2016

যে শহরে আমি নেই (je shohore ami nei) by Bay of Bengal

যে শহরে আমি নেই

  Bay Of Bengal









এখানে নেই কোন উত্সব আনন্দের অশ্রুধারা নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা । এখানে নেই কোন উত্সব আনন্দের অশ্রুধারা নেই কোন পাখির কলরব ফুলেরাও আজ সুবাস হারা । তবুও আমার দুটি চোখ অচিন কোন মায়াময় নির্বাক এক পাখির ডানায় অস্থির চেয়ে রয় । এখানে নেই কোন উত্সব আনন্দের অশ্রুধারা নেই কোন পাখির কলরব ফুলেরাও আজ সুবাস হারা । তবুও আমার দুটি চোখ অচিন কোন মায়াময় নির্বাক এক পাখির ডানায় অস্থির চেয়ে রয় । আমি জানি এই শহরে আর ফিরবেনা নতুন কোন ভালোবাসার আলো রাতের রাজপথ কষ্ট আর বেদনার নীলে হবে আরও অধিক কালো তবুও আমি আর ফিরবেনা তোমাদের মাঝে যে শহরে নেই আমি থাকবোনা সেই শহরে তবুও আমি আর ফিরবেনা তোমাদের মাঝে যে শহরে নেই আমি থাকবোনা সেই শহরে । হয়ত কোনদিন ভোরের আলো এসে পড়বে তোমার কার্নিশে খোঁজবে তুমিও হঠাৎ হারিয়ে যাওয়া পুরনো সেই মানুষটিকে । আমি জানি এই শহরে আর ফিরবেনা নতুন কোন ভালোবাসার আলো রাতের রাজপথ কষ্ট আর বেদনার নীলে হবে আর অধিক কালো তবুও আমি আর ফিরবেনা তোমাদের মাঝে যে শহরে আমি নেই
আমি থাকবোনা সেই শহরে ।

জেলখানার চিঠি (jail khanar chithi) by Shohortoli

শিরোনামঃ জেলখানার চিঠি (খোলা চিঠি-২) ব্যান্ডঃ শহরতলী গীতিকবিতাঃ তপন
সুরঃ মিশু কন্ঠঃ মিশু ধারনাঃ গালিব আবৃতিঃ গালিব মূল কবিতাঃ জেলখানার চিঠি (নাজিম হিকমাত) অ্যালবামঃ বরাবর শহরতলী

কত দু:খ কত কষ্ট মিলে আছে নিরবতা স্বাধীনতা অথবা সেই চোখে ছিলো মুক্তির গান, আজন্ম আশ্বাসের ধারা, প্লাবিত ভালোবাসায় পাগলপারা; “চরমপত্রের” টান-টান উত্তেজনার বান। চোখে চোখ রেখে যুদ্ধে যাবো, সেই বাঁধনের মতো খাঁমচে ধরবো; অধিকার… একাত্ম হও, তোমাতেই ফিরবো॥ প্রিয়তমা আমার তেমার শেষ চিঠিতে তুমি লিখেছ ; মাথা আমার ব্যথায় টন্ টন্ করছে দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ ; যদি ওরা তোমাকে ফাঁসী দেয় তোমাকে যদি হারাই আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার আমার স্মৃতি কালো ধোঁয়ার মত হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে, আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী, বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ূ বড় জোর এক বছর। মৃত্যু… দড়ির এক প্রান্তে দোদুল্যমান শবদেহ আমার কাম্য নয় সেই মৃত্যু। কিন্তু প্রিয়তমা আমার, তুমি জেনো জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায় নাজিমের নীল চোখে ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয়। অন্তিম ঊষার অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের,তোমাকে দেখব আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। বধু আমার তুমি আমার কোমলপ্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন যে তোমাকে আমি লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায় বিচার সবে মাত্র শুরু হয়েছে আর মানুষের মুন্ডুটা তো বোঁটার ফুল নয় ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে। ভুলে যেও না স্বামী যার জেলখানায় তার মনে যেন সব সময় ফুর্তি থাকে বাতাস আসে, বাতাস যায় চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না। গাছে গাছে পাখির কাকলি পাখাগুলো উড়তে চায়। জানলা বন্ধ টান মেরে খুলতে হবে। আমি তোমাকে চাই; তোমার মত রমনীয় হোক জীবন আমার বন্ধু, আমার প্রিয়তমার মত নতজানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে উজ্জল নীল ফুলের মঞ্জরিত শাখার দিকে আমি তাকিয়ে তুমি যেন মৃন্ময়ী বসন্ত, আমার প্রিয়তমা আমি তোমর দিকে তাকিয়ে। মাটিতে পিঠ রেখে দেখি আকাশকে তুমি যেন মধুমাস, তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা। রাত্রির অন্ধকারে, গ্রামদেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করছি সেই আগুন নক্ষত্রের নিচে অগ্নিকুন্ডের মত জ্বালা তুমি আমার প্রিয়তমা, আমি তোমাকে স্পর্শ করছি। আমি আছি মানুষের মাঝখানে, ভালবাসি মানুষকে ভালবাসি আন্দোলন, ভালবাসি চিন্তা করতে, আমার সংগ্রামকে আমি ভালবাসি আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসীন প্রিয়তমা বধু আমার আমি তোমাকে ভালবাসি। স্বপ্নাতুর চোখে আবেগ আর আন্দোলন, মিলে-মিশে একাকার। সমুদ্রগভীর জনতার দাবী, কন্ঠের সন্তরণ; চিত্কারে মেশে হাহাকার। রাত এখন ন’টা ঘন্টা বেজে গেছে গুমটিতে সেলের দরোজা তালা বন্ধ হবে এক্ষুনি। বেঁচে থাকায় অনেক আশা, প্রিয়তমা তোমাকে ভালবাসার মতই একাগ্র বেঁচে থাকা। কাল রাতে তোমাকে আমি স্বপ্ন দেখলাম মাথা উঁচু করে ধুসর চোখে তুমি আছো আমার দিকে তাকিয়ে কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মত ঘড়ির টিক্ টিক্ টিক্ টিক্ আওয়াজ বাতাসে গুন্ গুন্ করছে মহাকাল আমার ক্যানারীর লাল খাঁচায় গানের একটি কলি, লাঙ্গল-চষা ভূঁইতে মাটির বুক ফুঁড়ে উদগত অঙ্কুরের দুরন্ত কলরব আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার তোমার আদ্র ওষ্ঠাধর কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। আগামীর আমরা বর্তমানে আছি, সূর্যের একটা দিন আলোর হাতছানি। সুন্দরতম সূচনায় শেকলের মতো হাতে হাত; একাগ্র চাওয়ায়, ভোর হবে কালো রাত… যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি। সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠে নি আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। মধুরতম যে-কথা আমি বলতে চাই। সে কথা আজও আমি বলি নি। কিন্তু আমি জেলে যাবার পর আগের চেয়ে ঢের উজ্জ্বল হয়েছে দিন। আর অন্ধকারের কিনার থেকে ফুটপাথে ভারী হাতের ভর দিয়ে অর্ধেক উঠে দাঁড়িয়েছে মানুষ। আমি জেলে যাবার পর সূর্যকে গুণে গুণে দশ-বার প্রদক্ষিণ করেছে পৃথিবী আর আমি বারংবার সেই একই কথা বলছি জেলখানায় কাটানো দশটা বছরে যা লিখেছি সব সব তাদেরই জন্যে যারা মাটির পিঁপড়ের মত সমুদ্রের মাছের মত আকাশের পাখির মত অগনিত, যারা ভীরু, যারা বীর যারা নিরক্ষর, যারা শিক্ষিত যারা শিশুর মত সরল যারা ধবংস করে যারা সৃষ্টি করে কেবল তাদেরই জীবনকথা মুখর আমার গানে। আর যা কিছু ধরো, আমার জেলের দশটা বছর- শুধুমাত্র কথার কথা...

Saturday, December 17, 2016

Master Of Puppets by Metallica




                                                "Master Of Puppets
"                                                   


End of passion play, crumbling away
I’m your source of self-destruction
Veins that pump with fear, sucking darkest clear
Leading on your death’s construction
Taste me you will see
More is all you need
You’re dedicated to
How I’m killing you

Come crawling faster
Obey your master
Your life burns faster
Obey your master
Master

Master of puppets I’m pulling your strings
Twisting your mind and smashing your dreams
Blinded by me, you can’t see a thing
Just call my name, ‘cause I’ll hear you scream
Master
Master
Just call my name, ‘cause I’ll hear you scream
Master
Master

Needlework the way, never you betray
Life of death becoming clearer
Pain monopoly, ritual misery
Chop your breakfast on a mirror
Taste me you will see
More is all you need
You’re dedicated to
How I’m killing you

Come crawling faster
Obey your master
Your life burns faster
Obey your master
Master

Master of puppets I’m pulling your strings
Twisting your mind and smashing your dreams
Blinded by me, you can’t see a thing
Just call my name, ‘cause I’ll hear you scream
Master
Master
Just call my name, ‘cause I’ll hear you scream
Master
Master

Master, master
Where’s the dreams that I’ve been after?
Master, master
You promised only lies
Laughter, laughter
All I hear or see is laughter
Laughter, laughter
Laughing at my cries

Fix me

Hell is worth all that, natural habitat
Just a rhyme without a reason
Never-ending maze, drift on numbered days
Now your life is out of season
I will occupy
I will help you die
I will run through you
Now I rule you too

Come crawling faster
Obey your master
Your life burns faster
Obey your master
Master

Master of puppets I’m pulling your strings
Twisting your mind and smashing your dreams
Blinded by me, you can’t see a thing
Just call my name, ‘cause I’ll hear you scream
Master
Master
Just call my name, ‘cause I’ll hear you scream
Master
Master

Nothing Else Matters by Metallica (lyrics)



                                              "Nothing Else Matters"                                                 


So close no matter how far
Couldn't be much more from the heart
Forever trusting who we are
And nothing else matters

Never opened myself this way
Life is ours, we live it our way
All these words I don't just say
And nothing else matters

Trust I seek and I find in you
Every day for us something new
Open mind for a different view
And nothing else matters

Never cared for what they do
Never cared for what they know
But I know

So close no matter how far
Couldn't be much more from the heart
Forever trusting who we are
And nothing else matters

Never cared for what they do
Never cared for what they know
But I know

I never opened myself this way
Life is ours, we live it our way
All these words I don't just say
And nothing else matters

Trust I seek and I find in you
Every day for us something new
Open mind for a different view
And nothing else matters

Never cared for what they say
Never cared for games they play
Never cared for what they do
Never cared for what they know
And I know

So close no matter how far
Couldn't be much more from the heart
Forever trusting who we are
No nothing else matters

Jodi Kono Din (যদি কোন দিন) by Aurthohin


Jodi Kono Din ( Aushomapto -1)
by Aurthohin


যদি কোন দিন
হঠাৎ করে পড়ে মনে আমার লেখা গানগুলি যা ছিল তোমায় জন্য যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে
আমার গাওয়া গানগুলি যা ছিল তোমায় নিয়ে নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে কেউ জানবেনা যে ঘুমন্ত শহরে তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে আকশে তারা হয়ে দেব তোমায় আলো যখন চারিদিক অমাবস্যায় কালো যদি মনের দু'চোখ বেয়ে আসে চোখের জল মুছে দেব শুধু স্মৃতি হয়ে মনের কষ্ট সব নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে কোন এক সকালে কোন দূরদেশে তুমি দেখবে আমার পায়ের চিহ্ন ঐ শুভ্র তুষারে আসবো ফিরে তোমার কাছে চোখের ঐ জল মুছে দিতে নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে কেউ জানবে না যে ঘুমন্ত শহরে তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে আসবো ফিরে তোমার কাছে চোখের ঐ জল মুছে দিতে আসবো ফিরে তোমার কাছে চোখের ঐ জল মুছে দিতে আসবো ফিরে তোমার কাছে চোখের ঐ জল মুছে দিতে

Nikrishto-3 by Aurthohin


Nikristo 3 - ক্যান্সারের নিশিকাব্য (Aurthohin)


তুমি মরে গেলেও থামবো না আমি !!!
. . . খানকী মাগী এখন থামো                                                                          
 মিথ্যে কান্না অনেক হল
 কি লিখব জানিনা,
কি গাইব ভাবিনা 
দুই পয়সার হ্যোর 
তোমায় আমি চুদি না
 ভেবেছিলে কি এখনো কাঁদি? 
অন্ধকার হাতড়ে ফিরি? 
আমি আর কাঁদিনা, 
তোমায় নিয়ে ভাবিনা 
সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা!
 তোমার চোখে রঙিন চশমা
 পৃথিবীটা ছিল মিথ্যে কান্না 
আঁধারকে আলো ভেবে তোমার অভিনয়ে 
হয়েছিল কবর মাটির বিছানা 
ভেবেছিলে কি এখনো কাঁদি?
 অন্ধকার হাতড়ে ফিরি?
 আমি আর কাঁদিনা, তোমায় নিয়ে ভাবিনা সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা! 
তুমি বলেছিলে মানুষ বদলায় আমিও বদলে গেছি
 এখন দেখো কার চোখে রক্ত ঝরে অন্ধকারে !! 
তুমি নিকৃষ্ট !! 
হেয় খানকি মাগী যাচ্ছো কোথায়
 আমার কথা শেষ হয় নাই 
তুমি মরলেও থামবো না আমি
 দাঁড়িয়ে থাকবো কবরের পাশে
 যেদিন রাত্রে জোছনা উঠবে 
ঘৃণায় ভিজবে তুমি মুত্র দিয়ে 
কারণ তুমি অমানুষ, ওয়াক থু,
 তুমি অমানুষ তুমি নিকৃষ্ট !!
 তুমি বলেছিলে মানুষ বদলায় 
আমিও বদলে গেছি 
এখন দেখো কার চোখে রক্ত ঝরে
 অন্ধকারে !! 
তুমি নিকৃষ্ট !! 
তুমি মানে মগজ পচন 
তুমি মানে কাপুরুষের ধর্ষণ 
তুমি মানে মন বিকলাঙ্গ 
তুমি মানে পচে যাওয়া রক্ত
 তুমি মানে মগজ নষ্ট
 তুমি মানে অন্ধের কষ্ট 
তুমি মানে পথভ্রষ্ট 
তুমি মানে ... তুমি মানে ... তুমি মানে .... নিকৃষ্ট 
তুমি বলেছিলে মানুষ বদলায় আমিও বদলে গেছি 
এখন দেখো কার চোখে রক্ত ঝরে 
অন্ধকারে !! তুমি নিকৃষ্ট !!
ওয়াক থু !!

obosh onuvutir deyal - অবশ অনুভুতির দেয়াল

OBOSH ONUVUTIR DEYAL -
অবশ অনুভুতির দেয়াল 


তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়,তবুও তোমার টুকরো ছায়ায় ডুবে আছে কত মিথ্যে আগুন,অন্ধকারময় কত স্মৃতি কত সময়।
তোমার জন্য পৃথিবীতে আজকে ছুটির রোদ,নিজের মাঝে তোমায় খোঁজা,আকাশ নীলে তাকিয়ে থাকা।

তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
মেঘাচ্ছন্ন ব্যাস্ত ঢাকায়,মানুষগুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায়
আকাশ পানে তাকায়।
তোমার জন্য পৃথিবীতে থেমে যায় সময়,আমার দেহে রাত্রি নামায় মিথ্যে আগুন অন্ধকারময়,ভিড়ের মাঝে আবার ভীড়ে
আমার শরীর মেশে কোলাহলে
দুঃখ ভুলে মিশে যাই মুখোশ স্রোতে।
অনেক দূরের একলা পথে ক্লান্ত আমি ফিরি তোমার কাছে,মুখোশ খুলে বসে রই জানলা ধরে,আমার গানের শব্দ সুরের অন্তরালে তোমায় আঁকি কান্না চেপে
মহাকালের ক্লান্ত পথে।
তোমার জন্য বৃষ্টি ঝরে আমার লেখায়
আলোর মত মিথ্যে ছায়ায়,পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয়
কত স্মৃতিকত মিথ্যে ভয়।
তোমার জন্য গলার ভেতর আতকে থাকে ক্রোধ
আমার চোখে স্মৃতির ঘোলা জল,নির্জনতায় তোমার কোলাহল।
তোমার না থাকা অস্তিত্ব রয়ে গেছে আমার নিঃশ্বাসে,ফেলে আসা এই পথে দুজনেই একসাথে,আমার অবশ অনুভুতির দেয়াল জুড়ে কত সময়
হেঁটে এসে আমরা দুজন
হারিয়েছে পথ কোথায় কখন।
আমার দেহে খুঁজে ফিরি তোমার অনুভূতি
তোমার চোখের দূরের আকাশ মিশে থাকে রূপক হয়ে,তোমার জন্য বিষণ্ণ এক নিথর হৃদয়
আমার ভেতর দাঁড়ায় সরব একা।
তোমার পৃথিবী স্বর্গের মত চির অদেখা,তোমার জন্য পথ হারিয়ে অজানায়,তবুও তোমার লেখায় কথায়,ফেরে ক্লান্ত আমার অলস সময়,কত স্মৃতি কত অন্ধকার ভয়।
=========================================