LIFE, DEATH, ROCK & ROLL.

Sunday, January 20, 2019

পূর্ণগ্রহণ (Purnogrohon) By Plasmic Knock

কার কামনার তপ্ত সিদুরে রক্তমাখা আল্পনায়
কোন জোছনার পূর্ণ সম্মোহনে শিহরিত যন্ত্রনায়
কার মৃত স্বপ্নের ইন্দ্রজালে মিথ্যে উষ্ণতায়
কোন গল্পের নষ্ট রূপায়নে দূষিত প্রার্থনায়
স্থবিরতার আক্ষেপে, সমস্ত শক্তির অবসান ঘটে
পরিত্যক্ত শহরের কান্না শুনে
যন্ত্রণার অবসাদে অবশ শরীর...
কার সময়ের সস্তা নীতিতে অস্পষ্ট কল্পনা
কোন যুদ্ধের তীব্র পরাজয়ে অজস্র ঘৃণা
স্থবিরতার আক্ষেপে, সমস্ত শক্তির অবসান ঘটে
পরিত্যক্ত শহরের কান্না শুনে
যন্ত্রণার অবসাদে অবশ শরীর...
এখানে সবুজ আকাশ, আর কালো ফুল
অবশেষে রোদ ওঠে, ছড়িয়ে পরে দুত্যি
সত্যি এটা পৃথিবী নয়, অন্য কোনো মায়া
তাইতো আজো আমি খুঁজে ফিরি, আপন দেহের ছায়া।।

0 comments:

Post a Comment