LIFE, DEATH, ROCK & ROLL.

Oiket Prantor (অনিকেত প্রান্তর)

নির্জনতায় মৃত্যু কি অনিকেত প্রান্তর ?

Jodi Kono Din (যদি কোন দিন) by Aurthohin

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে

obosh onuvutir deyal - অবশ অনুভুতির দেয়াল

তোমার জন্য গলার ভেতর আতকে থাকে ক্রোধ আমার চোখে স্মৃতির ঘোলা জল,নির্জনতায় তোমার কোলাহল

জেলখানার চিঠি (jail khanar chithi) by Shohortoli

তুমি আমার কোমলপ্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি।

হারিয়ে যাও (hariye jao) by Arbovirus

আমরা ভাবি সব আসবে ফিরে পুরনো অনুভূতি পুরনো মানুষে

Saturday, January 28, 2017

Welcome To The Jungle by GUNS N' ROSES(Lyrics)


Welcome To The Jungle
     
                                 by  GUNS N' ROSES

Welcome to the jungle
We've got fun 'n' games
We got everything you want
Honey, we know the names
We are the people that can find
Whatever you may need
If you got the money, honey,
We got your disease

[Chorus:]
In the jungle
Welcome to the jungle
Watch it bring you to your
Knees, knees
I wanna watch you bleed

Welcome to the jungle
We take it day by day
If you want it you're gonna bleed
But it's the price you pay
And you're a very sexy girl
That's very hard to please
You can taste the bright lights
But you won't get them for free

In the jungle
Welcome to the jungle
Feel my, my, my serpentine
I, I wanna hear you scream

Welcome to the jungle
It gets worse here everyday
Ya learn ta live like an animal
In the jungle where we play
If you got a hunger for what you see
You'll take it eventually
You can have anything you want
But you better not take it from me

[Chorus:]
In the jungle
Welcome to the jungle
Watch it bring you to your
Knees, knees
I'm gonna watch you bleed

And when you're high you never
Ever want to come down, so down, down, yeah!

You know where you are?
You're in the jungle, baby
You're gonna die

In the jungle
Welcome to the jungle
Watch it bring you to your
Knees, knees

In the jungle
Welcome to the jungle
Feel my, my, my serpentine

In the jungle
Welcome to the jungle
Watch it bring you to your
Knees, knees

In the jungle
Welcome to the jungle
Watch it bring you to your...

It's gonna bring you down
Ha!

Friday, January 20, 2017

Kritim Manush by Artcell

কালো মেঘে ঘেরা পৃথিবীতে কৈশোর বয়সেই আমি শিখেছি নিজেকে চিনতে অন্যের দৃষ্টিতে যাযাবর আমি পৃথিবীতে মানুষের রূপ ধরে আমি দেখেছি মানুষের হাতে গড়তে দেবতারে অন্যায় আর অবিচারের কালিমা বুকে নিয়ে আকাশ এখানে মাথা তুলে দাঁড়াতে ভুলে গেছে সব সকাল রাতেরই মাঝে বিলিন হয় অবশেষে মানুষ শুধু বেঁচে থাকে অন্য মানুষের মাঝে বিষাক্ত বাতাস চারিদিকে আমাকে আঁকড়ে ধরে আছে আমার আত্মবিশ্বাস বাস্তবতার আঘাতে ভেঙ্গে গেছে স্বপ্নগুলো রাতের অন্ধকারে চারিদিকে এখন শুধু হাহাকার শুনি আমাকে ছেড়ে গেছে চলে আমার অতীত স্মৃতিগুলো আমার দেহে আছে পড়ে অপমানের শত চিহ্ন এখনো আমি আছি বেঁচে যেন কৃত্রিম মানুষ হয়ে আমার চারিধারে জ্বলছে আগুন আমার জ্বালানো..

Thursday, January 19, 2017

Ghune khaoa rod by artcell

চারটি দেয়াল ক্রমশ
সরে আসে বৃত্তের ভেতরে
কমে আসে আলো,
বস্তুর চারিপাশ এখন নীরব।
রঙ মূলত সাদা কালো
অন্ধকারের ছায়া-অপছায়া বোধ।
অথবা খয়েরী নীল আকাশ
অনেকটা ঘুণে খাওয়া রোদ
লেগে থাকে আকাশের গায়ে
সময়ের রঙহীন ক্যানভাস
আমার জানালায়।
স্বপ্ন এখন এগারো সাতাশ
শুন্যের ওপর দেখ,দেখো দাঁড়ায়
সম্মোহিত শহর
বাতাসের চোখে আজ,চোখে আজ
নেশার উৎকট আলো
রঙ মূলত সাদা কালো
অন্ধকারের ছায়া-অপছায়া বোধ।
অথবা খয়েরী নীল আকাশ
অনেকটা ঘুণে খাওয়া রোদ
লেগে থাকে আকাশের গায়ে
বিবর্ণ সময়ের
জানালায় আজ ঘুণে খাওয়া রোদ
আমার শরীর মানে আমি
ও ছায়া-ছায়া মানে মৃত রোদ
আত্মহুতি দেয় তাদের আলোর যৌবন সারাক্ষণ
মেঘে মেঘে ঢাকা পড়ে
চেনা অচেনা কত মুখ,
ছায়ার শরীর ছায়ায়
বাঁচে আলোর ভয়
জানালায় আজ ঘুণে খাওয়া রোদ।।

Monday, January 16, 2017

guti 2 by aurthohin

হেই হেই শুনছ ছেলে যাচ্ছ কোথায় তুমি? আকাশে যে মেঘের ঘনঘটা, বাজ পড়বে এখনই। পিছন ফিরে তাকিও না তুমি আর আমি তোমার দুঃস্বপ্নে হাহাকার, পায়ের নীচে মাটি যে নেই তোমার পথ খুঁজছ তুমি এখন পালাবার।
হেই হেই মাথার উপর মুখটা তুলে দেখো
হেই হেই মাথার উপর মুখটা তুলে দেখো আকাশটা যে নেই আর সেথায় কেমন লাগছে বলো। পিছন ফিরে তাকিও না তুমি আর আমি তোমার দুঃস্বপ্নে হাহাকার, পায়ের নীচে মাটি যে নেই তোমার পথ খুঁজছ তুমি এখন পালাবার। ভেবেছিলে সব কিছু হবে সহজ, নীল নকশা অসুস্থ মগজ। মরিচের ঝালটা যে যাচ্ছে না আর, গুটি চেলে লাগে কেমন এবার। ভেবেছিলে সব কিছু হবে সহজ, নীল নকশা অসুস্থ মগজ। মরিচের ঝালটা যে যাচ্ছে না আর, গুটি চেলে লাগে কেমন এবার। ভেবেছিলে সব কিছু হবে সহজ, নীল নকশা অসুস্থ মগজ। মরিচের ঝালটা যে যাচ্ছে না আর, গুটি চেলে লাগে কেমন এবার।

Sunday, January 15, 2017

Abar hashimukh by Shironamhin

সেই কবে ছিল উচ্ছাস,
কিছু শঙ্কায় ভরা চুম্বন
ছিল প্রেমিকার ঘন নিশ্বাস,
হাসিমুখে ফোয়ারা।
এই অবেলায় ফোঁটা কাশফুল,
নিয়তির মত নির্ভুল-
যেন আহত কোন যোদ্ধার বুকে
বেঁচে থাকা এক মেঘফুল।
যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ,
হৃদয়ে ঢেউ ভাঙ্গে ছুপছুপ,
তবু জাহাজীর নাগরিক ঢেউ,
অপরাধ মেনে নিয়ে কেউ কেউ,
যদি শোঁকগাথা হাতে বহূদুর যাও-
একদিন ঠিকই এনে দেব হাসিমুখ।।
রোদ্দুর,
একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহূদুর-
বুকের ভেতর ডানা ঝাপটায়,
পাখি বেপরোয়া ভাংচুর।
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই।
বুকের পাঁজড়ে ওড়ে প্রজাপতি,
স্বপ্নের দিগন্ত রঙিন।
ইচ্ছে হলেই এনে দিতে পারে
বেপরোয়া রোদ্দুর ঝলমল দিন।
প্রেমিকার মুখ রক্তিম ছিল
রোদ উঠে গেছে তাই
তো্মাদের নগরীতে-
আমি আজও হেঁটে বেড়াই।।
বৃষ্টি ভেজা সুখ-দুখ,
খোলা জানালায় হাসিমুখ
উড়ছে কিছু প্রজাপতি-
মেঘ মনের জানালায়।
জানালায় ছিল রোদ্দুর,
মেঘ ভেসে গেল বহূদুর
নগরের প্রিয় চিরকুট-
সব জীবন ছেড়ে পালায়।
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,
হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর যেতে চাই।
প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়
তোমাদের যারা হাসিমুখে বহুদূর যেতে চায়;
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেঁটে যাই,
হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর …………

Saturday, January 14, 2017

তোমার গান(Tomar Gaan) by Arbovirus(Lyrics)


তোমার গান(Tomar Gaan)

                              by Arbovirus


এই অট্টালিকার ভিড়ে
কুৎসিত কথার বিচরণে
আমাদের বেশ চলে যায় চলে যায়

ফাঁকি দেয়া এক চিলতে রোদ
যার নেয়না কেউ কখনও খোজ 
তোমার কপালে চুমু আঁকে
আঁকে রোজ 
সে চেনে তোমাকে
তোমার নেই কিছু লুকবার
আর আমি প্রার্থনা করি তোমার জন্যে 

কত ভুল হাতড়ে খুঁজেছি
কতবার পথ হারিয়েছি
আলো ছোঁওয়ার অপেক্ষায়
আলো যখন পেয়েছি তখন ভেবেছি কোথায় অন্ধকার
সে ছিল যেন আপন 
একান্তই আমার

পাঁজরের মাঝে যত্নে 
বেড়ে ওঠা শূন্যতা
তাকে মুক্ত দেয়ার হয়নি সাহস
তাই তোমাকে 
তোমাকে পেয়ে ভেঙ্গে ফেলার ভয়

উড়ে যাও ডানা মেলে...

বন্ধুর লাশ(Bondhur Lash) by Arbovirus


বন্ধুর লাশ(Bondhur Lash)

                                          by Arbovirus

রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ 
তোমাদের অস্তিত্বের স্বান্তনা পুরষ্কার
বিশ্বাসের পেছনে যে পুরুষ 
তার কিসের এত অহংকার

মহা পুরুষের ছায়া রক্তে বীজ বোনে 
অন্ধত্বের খোঁজে
পাথর, মাটি, কাঠের ক্রুশ
অবয়ব নেয় ঈশ্বরের

আমরা পারিনা বলতে যা চেয়েছি
আমরা চোখ বন্ধ করে ভাবি কেউ ছোবেনা

সবাই ঘুমিয়ে থাকতে চায়
ভোরের মুখোমুখি হতে এত ভয়
যদি না থাকে ওপারে কিছু
অথবা শেকল হারাতে হয়
আর আমাদের ভেতরের অসুর
আরব্য রজনীকে সামনে রেখে 
পিপাসাকে করেছে যৌক্তিক
সভ্যতা তুমি শুধু বিলাসিতায়

আমরা পারিনা বলতে যা চেয়েছি
আমরা চোখ বন্ধ করে ভাবি কেউ ছোবেনা

রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ 
অনেক ভারী লাগে অনেক
আর আমার পবিত্র ভূমির শ্বাস আটকে আসে
কতটা এগিয়েছি আমরা তা ভেবে করে উপহাস
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ

রাস্তায় পড়ে থাকে বন্ধু
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ X 4

আমরা পারিনা বলতে যা চেয়েছি
আমরা চোখ বন্ধ করে ভাবি কেউ ছোবেনা

অসংলগ্নতা(Oshonglognota) by Arbovirus


অসংলগ্নতা(Oshonglognota)

                                          by Arbovirus


দেয়াল ভেঙ্গে এক টুকরো আলো উঁকি মারে অনিচ্ছায়
নেশার মতো লাগে অপরিচিত বোধে
ভারী নিঃশ্বাসে সে আপন

কিছুটা অস্পষ্টতায় 
কিছুটা দ্বিধায় নিজেকে
আমরা সবাই ঘৃণা করি

মুখোমুখি যত অবাধ্য আলোয়
মুখ ঘুড়িয়ে নিই হীন্মন্যতায়

এত আলো এত সত্য আমি নিতে পারিনা
নিজেকে আমি শুধুই হারাই অসংলগ্নতায়

নিলাম(Nilam) by Arbovirus(Lyrics)


নিলাম(Nilam)

                        by Arbovirus


(মাইক্রোফোন টেস্টিং)
- এখানে নিলামে বিক্রি হবে প্রোপাগান্ডা
- কত দিবেন আপনে? 
- যেমনে চান তেমনে
- রাজা, পুরোহিত, সওদাগর বা সেনাপতি - যে যেমনে আছে, তেমনেই থাকবে
আজ বিক্রি হবে সার্বভৌমত্বের কিছুটা
নিলাম শুরু দেড় বিলিয়ন ডলার থিকা
দেড় বিলিয়ন ডলার

সত্য কি তাতে কি আসে যায় যখন আমরা গল্পের অপেক্ষায় 
চারকোনা বাক্সে কালো আয়নায় বিভোর আমরা রূপকথায়

ডানে যাও, বামে থামো, আরামে দাঁড়াও
আধুনিক দাসত্বে সমর্পণ 
ঘুমতে যাও জেগে ওঠো কাজ কর ক্লান্ত হও
অজ্ঞতায় খুঁজে পাবে সুখ

আমাদের প্রতিবাদ কোন আঁচড় কাটেনা
আমাদের কথা হারিয়ে যায়

ফিশফিশিয়ে বলো যদি কেউ শুনে যায়
সাহস সেতো শুধুই কলমের খোঁচায়

কি হচ্ছে আর কি হতে পারে, সেই তর্কের শুরুটা ভুলে যাই
আর আমরা চা এর কাপে তুলি ঝড়
পর্দার ওপারে ওরা জিতে যায়

ডানে যাও, বামে থামো, আরামে দাঁড়াও
আধুনিক দাসত্বে সমর্পণ 
ঘুমতে যাও জেগে ওঠো কাজ কর ক্লান্ত হও
অজ্ঞতায় খুঁজে পাবে সুখ

আমাদের প্রতিবাদ কোন আঁচড় কাটেনা
আমাদের কথা হারিয়ে যায় X 2

তো কি দিয়া কিনবা?
অস্ত্র, বিশ্বাস, ত্যাল, জল
যেমনে ইচ্ছা কিনো, আমার ট্যাকা পাইলেই হয়
নিলামে যে বেশি দিবা - আমি তোমার 
প্রতিবাদের গুষ্টি কিলাই
দুই দিন চাপা কচলাইয়া শাউওার পো রা চুপ মারবো


সত্য কি তাতে কি আসে যায় যখন আমরা গল্পের অপেক্ষায় 
চারকোনা বাক্সে কালো আয়নায় বিভোর আমরা রূপকথায়

আমাদের প্রতিবাদ কোন আঁচড় কাটেনা
আমাদের কথা হারিয়ে যায় X 2

সূর্য (surjo) by Arbovirus.


সূর্য

এখনি আকাশ ভেঙ্গে নামবে আলো
তাই শেষ রাত স্বপ্নে বিভোর
আধো ঘুমে আর আধো জেগে
আড়ি পাতি আমরা কজনা

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ

এখনও ঘুমিয়ে শহর তাই
নবজাত আলো নীরবে আসে
কান পাতে শূন্য রাজপথ
কোলাহল নেই বলে তার স্বতঃস্ফূর্ততা

এখনও আমাদের ভেতরের মানুষগুলো
জেগে ওঠেনি বলে আমরা আরও কিছুক্ষণ নিষ্পাপ

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ

উঁচু দালানের উঁচু জানালায়
অথবা অবহেলায় আধখানা মানুষ
সবাই সমান রোদের কাছে
কেউ আর এখানে দূরের নয়

আজ না হয় ছুটি নিজের কাছে
আজ রোদে ডুবে যাক সব
আজ নাহয় সব পালটে বোকাদের জয়
আজ নাহয় যাবো ভুলে সব
আজ নাহয় সবার শৈশব
আজ একটা দিন শুধুই আমাদের

আলোর দিকে তাকিয়ে প্রার্থনা
জয় হোক
জয় হোক সত্যের
জয় হোক আলোকিত মানুষের

আমরা আরও কিছুক্ষণ আলোর সন্তান

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ

এখনও ঘুমিয়ে শহর তাই
তার স্বপ্নে আমাদের বিচরণ

তোমাদের সম্মানে (tomader shommane) by Arbovirus


তোমাদের সম্মানে

আজ যারা হারিয়ে গেছে অভিমানে
তাদের সম্মানে এই নীরবতা
জানি বলেছিলাম রাখবো মনে সবসময়
তবুও সব ভুলে যাই যেন এটাই স্বাভাবিক

চেনা হয়নি তোমাকে দেখা হয়নি চোখের ওপারে
হয়তো তাহলে যেতে না হারিয়ে

আজ তারা শুধুই দীর্ঘশ্বাস
আজ তারা হঠাত নোনা মেঘ

ভেঙে ফেলো (venge felo) by Arbovirus


ভেঙ্গে ফেলো

ভেঙ্গে ফেলো সব

কাপুরুষের দল কালো আয়নার পিছে বসে করে সমালোচনা
পরনির্ভর আত্মবিশ্বাস সান্ত্বনা দেয় তোদের
আর মিথ্যে অহংকার যা দিয়ে গড়েছ অলংকার
ভুল ধরার সমাজ তোদের উপড়ে ফেলার সময় আজ

পরগাছা মানুষের নির্লজ্জ ভিড়ে আলো মুখ লুকায় সবসময়
আর পাঁচতারা ভিখিরির স্বতঃস্ফূর্ততায় আটকে আসে মাটির শ্বাস
বিজ্ঞাপনের স্যুট পরা হকার টাকার গরম দেখায়
যেন সব কিনে নিয়েছে বিড়ি বেচা মুনাফায়

দুমুখো সাপ রাজাকারের শির গুড়িয়ে দাও
ধর্ষক চোখ লালসার জিভ উপড়ে ফেলো
আধা সত্য মানপত্র পুড়িয়ে দাও
অকালপক্ব কিবোর্ড যোদ্ধার লাগামহীন মুখ

ভেঙ্গে ফেলো

আমাদেরই দোষ আগাছা উঠাইনি
আমাদেরই দোষ কাউকে থামাইনি
আমাদেরই দোষ - আমাদেরই দোষ এতদিন দাঁড়াইনি
পিঠ ঠেকে গেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে
নিন্দুকের দল শুনতে কি পাস
আমাদের পায়ের নিচে হাড় ভাঙ্গার শব্দ?

ভেঙ্গে ফেলো সব

ইশকুল (school) by Arbovirus


ইশকুল

এই ব্যাস্ত শহরে - অপরিচিত ভিড়ে - হঠাত মনে পড়ে যায়
পুরোনো দিন - কত রঙ্গিন - তাকে আটকে রাখি মায়ায়

হয়তো আমরা বহুদূর - ইশকুলের চৌকাঠ পেরিয়ে

এখনও একই মানুষ - এখনও বন্ধু

আয় আয় বন্ধুরা ফিরে আয় - শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয় - সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা পরান খুলে সবাই মিলে

পেছনে তাকালেই যেন এখনি ডাক দিবি
খাতার মাঝে চোখ ফাঁকি দেয়া কতনা কাটাকাটি
অংক বাংলা ভূগোল ... ধুর ছাই
কিছু মনে নাই
শুধু মনে আছে খোলা হাসি আর গান

এখনও একই মানুষ - এখনও বন্ধু

আয় আয় বন্ধুরা ফিরে আয় - শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয় - সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা পরান খুলে সবাই মিলে

যারা নেই আজ পাশে তোরা থাকবি বেঁচে
সবসময় আমাদেরই পাশে

আয় আয় বন্ধুরা ফিরে আয়

আয় আয় বন্ধুরা ফিরে আয় - শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয় - সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা পরান খুলে সবাই মিলে

আয় আয় বন্ধুরা ফিরে আয়

Friday, January 13, 2017

Inis Mona by Eluveitie(Lyrics)


Inis Mona
               by ELUVEITIE

Welcome to the land of questions
Welcome to the isle of lore
Where the veil came crumbling down

There it all began,
The germination
Unveiling a cryptic door
There it was revealed
Hopes and aspirations
Unclosing an enthralled door

Escalate the sense
Enhancing to join the dawn

I close my eyes, Inis Mona
And reminisce of those palmy days
I moon o'er you, Inis Mona
As long as I breathe
I'll call you my home

20 years I have walked your barrows
Years of emulous youth
I followed the path of the wise

There it all was sown
The inspiration
Removing the seven seals
There it was revealed
Enigma of freedom
Unclosing an unseen door

Thursday, January 12, 2017

poth chola by artcell


আমার পথ চলা আমার পথে
যেন বেলা শেষে আকাশ কার মোহে
আমার স্বপ্ন আমার সাথে
যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে
খুঁজে পায় জীবনের তীর
জীবনকে কোন স্বপ্ন ভেবে

আমি কার আশাতে
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলভন
কষ্টের প্রতিটিক্ষন
শোনায় তার আহবান

আমার আলোয় আলোকিত
হতে চেয়ে আধাঁরে মিলিয়ে
আমার স্বপ্ন আমার সাথে
যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে
খুঁজে পায় জীবনের তীর
জীবনকে কোন স্বপ্ন ভেবে

আমি কার আশাতে
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলভন
কষ্টের প্রতিটিক্ষন
শোনায় তার আহবান

আমি আজ নেই তবু
কত সুর ওঠে বেজে
তোমার ঐ গানের মাঝে
এই পথ গেছে মিশে
আমার বেলা শেষে
স্বপ্ন ফিরে আসে
পৃথিবীর দূর দেশে
জীবনকে কোন এক স্বপ্ন
ভেবে

Wednesday, January 11, 2017

Pull Me Under by Dream Theater(Lyrics)


Pull Me Under
                        by  DREAM THEATER

Lost in the sky
Clouds roll by
and I roll with them
Arrows fly
Seas increase
and then fall again

This world is spinning around me
This world is spinning without me
Every day send future to past
Every breath leaves me one less
to my last

Watch the sparrow falling
Gives new meaning to it all
If not today nor yet tomorrow
then some other day

I'll take seven lives for one
And then my only father's son
As sure as I did ever love him
I am not afraid

This world is spinning around me
The whole world keeps
spinning around me
All life is future to past
Every breath leaves me one less
to my last

Pull me under Pull me under
Pull me under I'm not afraid
All that I feel is honor and spite
All I can do is set it right

Dust fills my eyes
Clouds roll by
and I roll with them
Centuries cry
Orders fly
and I fall again

This world is spinning inside me
The whole world is
spinning inside of me
Every day sends future to past
Every step brings me closer
to my last

Pull me under Pull me under
Pull me under I'm not afraid
Living my life too much in
the sun
Only until your will is done

Sunday, January 8, 2017

Painkiller by Judas Priest(Lyrics)


Painkiller
              by JUDAS PRIEST

Faster than a bullet
Terrifying scream
Enraged and full of anger
He's half man and half machine

Rides the Metal Monster
Breathing smoke and fire
Closing in with vengeance soaring high

He is the Painkiller
This is the Painkiller

Planets devastated
Mankind's on its knees
A saviour comes from out the skies
In answer to their pleas

Through boiling clouds of thunder
Blasting bolts of steel
Evils going under deadly wheels

He is the Painkiller
This is the Painkiller

Faster than a lazer bullet
Louder than an atom bomb
Chromium plated boiling metal
Brighter than a thousand suns

Flying high on rapture
Stronger free and brave
Nevermore encaptured
They've been brought back from the grave

With mankind resurrected
Forever to survive
Returns from Armageddon to the skies

He is the Painkiller
This is the Painkiller
Wings of steel Painkiller
Deadly wheels Painkiller